ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ১৪:৪৯:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাবুল-মিতুর সন্তানদের পিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নানা আইনি জটিলতা পার করে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের দুই সন্তানকে তাদের মা মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার মাগুরায় গিয়ে জেলা সমাজসেবা কার্যালয়ে ডেকে এনে শিশু দুটিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা, চট্টগ্রাম পিবিআইর পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক।
বর্তমানে ১২ ও ৭ বছর বয়সী শিশু দুটিকে সেখানে নিয়ে যান বাবুলের বাবা সাবেক পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াদুদ। তাদের সঙ্গে পরিবারের আরও কয়েকজন নারী সদস্যও ছিলেন।

টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে পিবিআই পরিদর্শক আবু জাফর সাংবাদিকদের বলেন, মহামান্য হাই কোটের নির্দেশে জেলা সমাজসেবা অফিসারের কক্ষে শিশু দুটির দাদা আব্দুল ওয়াদুদ মিয়ার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জেলা সমাজসেবা কর্মকর্তা, প্রবেশন অফিসারসহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

হাই কোর্টের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে সুন্দর পরিবেশে জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

মায়ের হত্যাকাণ্ডের বিষয়ে ছেলে-মেয়েদের কাছে কোনো তথ্য মিলেছে কি না- জানতে চাইলে তদন্ত কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদের সময় ছেলেটি ‘টেকনিক্যাল’ উত্তর দিয়েছে। বাবুল আক্তারের বিপক্ষে যায়, এমন কিছু জিজ্ঞাসা করলেই সে ‘স্মরণ নেই’, ‘জানি না’ এ ধরনের কথা বলে এড়িয়ে গেছে। ছেলেটি দীর্ঘদিন ধরে দাদার বাড়িতে অবস্থান করছে। যার কারণে তাকে অনেক কিছুই শিখিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।

মেয়েটিকে ‘তেমন কিছু’ জিজ্ঞাসা করা হয়নি বলে জানান পিবিআই কর্মকর্তা আবু জাফর।