চিকিৎসার জন্য রওশন আবারো ব্যাংককে গেছেন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার
ফাইল ছবি।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ আট দিন দেশে থাকার পর আবারও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন। সেখানে তিনি বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন। মঙ্গলবার দুপুরে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন। সঙ্গে গেছেন পুত্র রাহ্গির আল মাহি (সাদ) এরশাদ এমপি ও তার স্ত্রী মাহিমা এরশাদ।
জাপার দুই প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি ও মসিউর রহমান রাঙ্গা এমপি সোমবার রাতে ওয়েস্টিনে গিয়ে রওশনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন।
অন্যদিকে, সোমবার ওয়েস্টিনে রওশনকে দেখতে গেছেন এরশাদ-বিদিশার ছেলে এরিক। এ সময় এরিকের লেখাপড়া ও গানের বিষয়ে খোঁজ নেন রওশন। আর এরিক তাকে দলের নেতৃত্ব নেওয়ার অনুরোধ করে বলেছেন, ‘আপনি নেতৃত্ব না নিলে জাপা টিকে থাকবে না।’
উল্লেখ্য, প্রায় আট মাস বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংসদ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে গত ২৭ জুন দেশে ফিরেন রওশন এরশাদ। দেশে ফিরে গুলশানের বাসায় না গিয়ে বিমানবন্দর থেকে তিনি সরাসরি ওঠেন গুলশানের ওয়েস্টিন হোটেলে। দেশে অবস্থানকালে গত ২৯ জুন সংসদের বাজেট অধিবেশনে যোগ দেন রওশন। নির্ধারিত আসনের বদলে হুইল চেয়ারে বসেই ঐ দিন ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্য রাখেন।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে রওশন সংসদে দেওয়া তার বক্তব্যে পদ্মা সেতু নির্মাণ, সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যায় ত্রাণ তৎপরতা ও ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার জন্য সরকারের প্রশংসা করেন।