ভয়াল গ্রেনেড হামলা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫১ এএম, ২১ আগস্ট ২০২২ রবিবার
ফাইল ছবি
আজ ২১ আগস্ট, ১৮ বছর আগে এ দিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ হামলা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ।
কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২০ আগস্ট) এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি অনুসারে, রোববার সকাল ১০ টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে শ্রদ্ধা নিবেদন করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
এরপর সকাল সোয়া ১০ টায় ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই কর্মসূচিতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণে নেতাকর্মী এবং আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।