ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ৩:৪৪:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খালেদা জিয়ার অসুস্থতা গুরুতর নয়

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৪১ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:০৩ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার

খালেদা জিয়ার অসুস্থতা গুরুতর কিছু নয় বলে দাবি করেছেন চিকিৎসকরা। বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে পরস্পরবিরোধী নানা খবরের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছিল।

সেই বোর্ডের প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের প্রধান শামসুজ্জামান জানান, "এক কথায় বলবো যে উনি অসুস্থ, কিন্তু খুব মারাত্মক কিছু নয়।"


তিনি আরও বলেন, "অসুস্থতা ওনার আগেও ছিল, এখন সেগুলো বেড়েছে। তবে গুরুতর কিছু নয়, শঙ্কারও কিছু নেই। অসুস্থতা আগে যা ছিল তার থেকে মাত্রা একুট বেড়েছে-আমরা তাই পেয়েছি।"

 

শামসুজ্জামান বলেন, "উনার হাতে-পায়ে, কোমরে ব্যথা বেড়েছে। উনাকে অন্য ব্যক্তিদের সাহায্য নিয়ে হাঁটতে হচ্ছে।"



বিএনপির নেতারা গত কয়েকদিন ধরেই অভিযোগ করছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তারা স্পষ্ট কোনও ধারণা পাচ্ছেন না। দলীয় নেত্রীর চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে তারা তার মুক্তির দাবি করেছেন।


গত ৮ই ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পরে বিএনপির যে প্রতিনিধি দলটি তার সাথে দেখা করতে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেন। সে সময় খালেদা জিয়া তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনও অভিযোগ করেননি বলে জানান মোশারফ হোসেন।


কিন্তু এরপর কারা কর্তৃপক্ষ সম্প্রতি তাকে নির্ধারিত দিনে আদালতে হাজির করতে না পারায় খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, জানান বিএনপির এই নেতা।



কারাবন্দীদের অসুস্থতার ক্ষেত্রে সরকারি-ভাবে চিকিৎসার বন্দোবস্ত করে থাকে কারা কর্তৃপক্ষ। প্রথমে কারাগারের চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন, পরে প্রয়োজন হলে আলাদা মেডিকেল বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নেয়া হয়। অসুস্থতার গুরুত্ব অনুযায়ী কারাগারের বাইরেও চিকিৎসার সিদ্ধান্ত সরকার নিতে পারে।


তবে বিএনপি নেতারা বলছেন, এতদিন পর্যন্ত মূলত দেশের বাইরে বিভিন্ন দেশেই খালেদা জিয়ার চিকিৎসা হয়েছে। ফলে তারা দেশের বাইরেই তার চিকিৎসার কথা ভাবছেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দেওয়া ব্যবস্থাপত্র গ্রহণ করছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার খালেদা জিয়া কারা কর্তৃপক্ষকে বলেছেন, ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ ছাড়া তিনি নতুন কোনো ওষুধ নেবেন না।

সূত্র : বিবিসি বাংলা