রাজধানীতে ৮ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
তিন মাস পর দ্বিতীয় ধাপে অভিযান শুরুর প্রথম দিনে আটটি অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।সোমবার (২৯ আগস্ট) ঢাকায় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
বন্ধ করা আট চিকিৎসাকেন্দ্র হলো-
খিলগাঁও জেনারেল হাসপাতাল, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মাতুয়াইলের কনক জেনারেল হাসপাতাল, শনির আখড়ার সালমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বকশীবাজারের খিদমাহ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, চানখাঁরপুলের ঢাকা জেনারেল হাসপাতাল, বনানীর হেয়ার ট্রান্সপ্লান্ট কসমেটিক সার্জারি কনসালটেন্সি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও একই এলাকার ঢাকা পেইন অ্যান্ড স্পাইন সেন্টার।
উল্লেখ্য, প্রথম ধাপে গত ২৬ মে থেকে চালানো মাসব্যাপী অভিযানে ১ হাজার ৬৪১টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।