‘রিন নামকরা নারী’ স্বীকৃতি পেলেন উদ্যোক্তা শ্বেতা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:২০ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
নারীর নাম কে রাঙিয়ে তুলতেই তৈরি হয়েছে ‘রিন নামকরা নারী প্ল্যাটফর্ম’। তারই ধারাবাহিকতায় এবার ‘রিন নামকরা নারী’ স্বীকৃতি পেয়েছেন শিক্ষিকা ও উদ্যোক্তা তনিমা সিদ্দিকী শ্বেতা।
Tehzeeb's Galley এবং Apparel & More দুটি পেইজ নিয়ে, WE এবং জয়ীতা ফাউন্ডেশনের নিবন্ধনকারী উদ্যোক্তা হিসাবে কাজ করছেন শ্বেতা। এছাড়া স্বনামধন্য একটি ইংলিশ মিডিয়াম স্কুল এর টিচার হিসেবে কর্মরত আছেন তিনি।
কাজের স্বীকৃতির প্রসঙ্গে উদ্যোক্তা তনিমা সিদ্দিকী শ্বেতা বলেন, কাজের স্বীকৃতি পেয়ে সকাল সকাল মন ভালো হয়ে গেছে। কাজের স্বীকৃতি পেলে সবাই আনন্দ পায়, আমারও আনন্দ লাগছে। তবে ‘রিন নামকরা নারী’ পাওয়ার পর দায়িত্ব বাড়ল।
এছাড়া তিনি আরও বলেন, অনলাইন এবং অফলাইনে আরও বড় পরিসরে একটি দেশীয় পণ্যের ডিপার্টমেন্টাল স্টোর দিতে চাই। যা দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও আমাদের দেশীয় পণ্যকে রিপ্রেজেন্ট করবে এবং বাংলাদেশের সব অঞ্চলের পণ্য নিয়েই কাজ হবে।