ঢাকা, রবিবার ১৭, নভেম্বর ২০২৪ ০:৪৭:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তিনমাস পর আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে উন্মুক্ত হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম উন্মুক্ত হওয়ায় এবার দর্শনার্থী বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন পরে উন্মুক্ত হওয়ায় সুন্দরবন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ট্যুর অপারেটরদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সুন্দরবনের করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, হিরণ পয়েন্ট, দুবলারচর, নীলকমলসহ সমুদ্র তীরবর্তী এবং বনাঞ্চলের বিভিন্ন স্থান নৌযানে চড়ে যেতে পারবেন দেশি-বিদেশি পর্যটকরা। একই সঙ্গে সুন্দরবনের বনজ সম্পদ আহরণের জন্য পাস পারমিট নিয়ে বনে প্রবেশ করতে পারবেন বনজীবীরাও।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পদ্মা সেতু চালু হওয়ার ফলে সুন্দরবনের প্রতি দর্শনার্থীদের আগ্রহ অনেক বেড়েছে। কিন্তু সেতু উদ্বোধনের সময় থেকেই বনে প্রবেশ নিষিদ্ধ থাকায়, দর্শনার্থীরা আসতে পারেনি। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দর্শনার্থী পূর্বের তুলনায় দর্শনার্থী অনেক বাড়বে।

প্রসঙ্গত বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় গত ১জুন থেকে ৩১ আগস্ট তিন মাস বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ বন্ধ ছিলো।