ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৬:৩৫:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উত্তর আধুনিক সাহিত্য বৈঠক শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিকড়ায়ন বাংলাদেশের আয়োজনে ও উত্তর আধুনিক সাহিত্য আন্দোলনের সহযোগিতায় শুক্রবার বিকাল ৪টায় কাটাবন ‘কবিতা ক্যাফে’তে অনুষ্ঠিত হবে উত্তর আধুনিক সাহিত্য বৈঠক দুই।

কবি জসীমউদদীন স্মারক বক্তৃতা ও উত্তর আধুনিক কবিতায় লোকজ উপাদান বিষয়ের উপর প্রধান বক্তা হিশেবে উপস্থিত থাকবেন কবি, প্রাবন্ধিক, গবেষক ও ‘বাংলাদেশের কবিতায় লোকজ উপাদান’ গ্রন্থের লেখক ড. মাহবুব হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কথাশিল্পী, গবেষক ও সাংবাদিক ড. রেজোয়ান সিদ্দিকী।

আলোচক হিশেবে উপস্থিত থাকবেন, কবি ও কথাশিল্পী গোলাম শফিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লেখক ও গবেষক ড. ফজলুল হক সৈকত, কবি শান্তা মারিয়া, কবি মহিবুর রহিম, কবি মুহাম্মদ আবদুল বাতেন ও উত্তর আধুনিকতা বিষয়ক গবেষক কবি ও গদ্যকার আজিজ রাজ্জাক।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উত্তর আধুনিক লোকজ কবিতার আবৃত্তি করবেন অভিনেত্রী ও লেখক ফ্লোরা সরকার, আবৃত্তিশিল্পী তরিকুল ফাহিম ও আল মোমেন।

তৃতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করবেন শামীমা চৌধুরী, কামরুজ্জামান, নাহিদা আশরাফী, শৈবাল আদিত্য, শাহিদুল ইসলাম, তাপস চক্রবর্তী, শাদমান শাহিদ, আমিনুল ইসলাম সেলিম, পলিয়ার ওয়াহিদ, নোমান প্রধান ও হেলাল উদ্দিন হৃদয়।

চতুর্থ পর্বে ধারাবাহিক আলোচনায় উত্তর আধুনিক সাহিত্য আন্দোলনের কথকতা বিষয়ে বক্তব্য রাখবেন কবি বোরহানউদ্দীন ইউসুফ।

অনুষ্ঠানে পঠোন্মোচন হবে ‘নিজের নির্জনে আশুতোষ ভৌমিক’ স্মারকগ্রন্থটি।

সঠিক সময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করতে সকল লেখক শিল্পীদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।