তিন বছর ছেলের ফ্রিজে মায়ের লাশ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫৭ এএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৪৯ এএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার
কলকাতায় প্রায় তিন বছর ধরে ফ্রিজে মৃত মায়ের দেহ সংরক্ষণ করেছে এক ছেলে৷ দেহে যাতে পচন না ধরে তার জন্য ব্যবহার করা হতো রাসায়নিক দ্রব্য৷
শহরের বেহালায় জেমস লং সরণীতে এ ঘটনা ঘটে৷ ২৫ নম্বর জেমস লং সরণীতে মৃত মাকে সংরক্ষণ করে রেখেছিল লেদার টেকনোলজির ছাত্র শুভব্রত মজুমদার৷ বাড়িতে ছেলের সঙ্গে থাকেন বাবা গোপাল মজুমদারও৷ বৃদ্ধ বাবাকে বলা হয়েছিল মা বেঁচে উঠবেন৷ তাই দেহ রাখা হয়েছে৷
পুলিশের অনুমান প্রায় ৩ বছর ধরে শুভব্রতের টার্গেট ছিল মায়ের পেনশন৷ মৃত মায়ের টিপসই দিয়ে পেনশন তুলতেন শুভব্রত৷ জীবিতকালে ৫০ হাজার টাকা পেনশন পেতেন মা৷ পেনশন ফর্ম দিয়ে টাকা তোলা হত৷ জমা দেওয়া হত লাইফ সার্টিফিকেটও৷ তবে এই তিন বছরে ব্যাঙ্কের তরফ থেকে পরিদর্শনে কেন কোনও লোক আসেননি, তা নিয়ে উঠছে প্রশ্ন৷
তদন্তে জানা গিয়েছে ২০১৫ সালের ৭ এপ্রিল শুভব্রতর মায়ের মৃত্যু হয়৷ জেরায় শুভব্রত জানিয়েছে মায়ের প্রতি ভালোবাসা থেকেই দেহ সংরক্ষণ করেছে সে৷ তবে বিষয়টি মিথ্যা বলে মনে করছেন তদন্তকারী কর্মকর্তারা তাদের অনুমান মায়ের পেনশনের টাকা পেতেই এ কীর্তি করেছে সে৷
ঘটনাস্থলে পৌঁছেছেন হোমিসাইড শাখার গোয়েন্দারা৷ উদ্ধার হয়েছে দেহ সংরক্ষণের রাসায়নিক৷ দেহের ময়াতদন্ত করা হবে বলে জানা গিয়েছে৷ শুভব্রত লেদার টেকনোলজি নিয়ে পড়াশুনা করছে৷ ফলে দেহ সংরক্ষণের কৌশল জানে শুভব্রত৷
দেহে যাতে পচন না ধরে তার জন্য বের করে নেওয়া হয় ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, যকৃৎ, পাকস্থলী৷ এরপর ফ্রিজারে দেহটিকে ঢুকিয়ে দেওয়া হয়৷ এভাবেই চলছিল প্রায় দুবছর ধরে৷ কোনও গন্ধ না পাওয়ায় প্রতিবেশীদেরও সন্দেহ হয়নি বলে মনে করছে পুলিশ৷
সূত্র : ভারতিয় পত্রিকা অবলম্বনে