এবার ‘পায়ের ছাপ’ নিয়ে ঢাকার সিনেমায় মেঘলা
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
অভিনেত্রী মেঘলা মুক্তা
অভিনেত্রী মেঘলা মুক্তা; বাংলাদেশের মেয়ে। কিন্তু এ দেশের কয়েকটি সিনেমায় কাজ করলেও কাঙ্ক্ষিত প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। অথচ ২০১৯ সালেই ‘সাকালাকালা ভাল্লাভুডু’ সিনেমার মাধ্যমে ভারতের তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রধান নায়িকা চরিত্রে তার অভিষেক হয়।
এ নিয়ে অভিনেত্রীর মনে ছিল আক্ষেপ। অবশেষে সেই আক্ষেপের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আগামী নভেম্বরে মূল চরিত্র হয়ে দেশের প্রেক্ষাগৃহে আসছেন মেঘলা মুক্তা। সিনেমার নাম ‘পায়ের ছাপ’। নির্মাণ করেছেন সাইফুল ইসলাম মাননু।
মেঘলা জানান, দিন কয়েক আগে সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সুতরাং এখন মুক্তিতে আর কোনও বাধা নেই।
মুক্তির পরিকল্পনা প্রসঙ্গে মেঘলা মুক্তা বলেন, ‘এখনও অবশ্য তারিখ চূড়ান্ত হয়নি। তবে আমরা আশা করছি, নভেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মুক্তি দিতে পারবো। সেপ্টেম্বর এবং অক্টোবরে তো বেশ কয়েকটি সিনেমা মুক্তির কথা রয়েছে। তাই আমরা একটু বিলম্ব করছি।’
নারীকেন্দ্রিক গল্পে নির্মিত হয়েছে ‘পায়ের ছাপ’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় মেঘলা মুক্তা ছাড়াও অভিনয় করেছেন মায়মুনা ইসলাম মেধা, প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, মোমেনা চৌধুরী, দীপান্বীতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, সাহানা সুমি, মৌসুমী, নরেশ ভুঁইয়া, আজহারুল হক আদিল, তুষার খান প্রমুখ।