সাজেদা চৌধুরী মৃত্যুতে আ.লীগ নেতারা কে কী বললেন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২১ এএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন। রোববার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরাও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ সাজেদা চৌধুরী মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের দুঃসময়ে তিনি দলের অন্যতম কাণ্ডারির ভূমিকা পালন করেছিলেন।
তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে সাজেদা চৌধুরীর অবদান ও ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে আমাদের রাজনৈতিক অঙ্গনে তথা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাজেদা চৌধুরী পুরোটা জীবন আওয়ামী লীগের জন্য নিবেদিত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সংকটময় মুহূর্তে আওয়ামী লীগকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাজেদা চৌধুরী সততা, মেধা ও কর্মকৌশল দিয়ে সারাজীবন দেশের সেবা করেছেন।
তিনি বলেন, সাজেদা চৌধুরী দুর্দিনে আওয়ামী লীগের পাশে থেকে দলকে সংগঠিত করেছেন। তার মৃত্যুতে দেশ অনুপ্রেরণীয় এক গুণী ব্যক্তিত্বকে হারাল।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী ছিলেন সততা ও নিষ্ঠার মূর্তপ্রতীক। তিনি তার আত্মার শান্তি কামনা করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সময় থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে সুসংগঠিত করার ক্ষেত্রে সাজেদা চৌধুরীর অবদান অনস্বীকার্য। তার এ অবদান জাতি কোনোদিন ভুলবে না।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সাজেদা চৌধুরী ছিলেন দেশপ্রেমিক নেতা। দেশ ও মানুষের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন তিনি। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ বলেন, সাজেদা চৌধুরী শুধু আওয়ামী লীগের কাছেই নয়, তিনি সব মানুষের কাছে ছিলেন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। রাজনীতিক হিসেবেও সব শ্রেণি-পেশার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতার কমতি ছিল না। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক নেতা।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী মো. শাহাব উদ্দিন, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ অনেকেই।