খালেদা জিয়া কারাগারে ভালো নেই : ফখরুল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:৪৭ পিএম, ৮ এপ্রিল ২০১৮ রবিবার
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য খুব ভালো নয়। তিনি কারাগারে ভালো নেই। অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে তার দেখা করতে দেওয়া জরুরি। কারণ তিনি সত্যিকার অর্থেই স্বাস্থ্য সমস্যায় পড়েছেন।
আজ শুক্রবার বিকেল চারটার দিকে নাজিমউদ্দিন রোডের কারাগারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ম্যাডামের স্বাস্থ্য খুব ভালো নয়। প্রথম থেকেই আমরা তার স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন। তার সমস্যাগুলো বেশ বেড়ে গেছে।
দলটির মহাসচিব বলেন, খালেদা জিয়ার এখন হাঁটতেও কষ্ট হয়। তার স্নায়বিক সমস্যাও দেখা দিয়েছে। এর জন্য প্রয়োজনীয় চিকিৎসা যেটা দরকার, দুঃখজনকভাবে সেই চিকিৎসা তিনি এখনো পাচ্ছেন না। কারণ, তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে তাকে এখন পর্যন্ত দেখা করতে দেওয়া হয়নি বা স্বাস্থ্য পরীক্ষা করতে দেওয়া হয়নি।
তিনি বলেন, এটা আমরা বারবার বলেছি, অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে তার দেখা করতে দেওয়াটা জরুরি। কারণ, তিনি সত্যিকার অর্থেই স্বাস্থ্য সমস্যায় পড়েছেন।
ফখরুল বলেন, যদিও এর মধ্যে সরকারের পক্ষ থেকে কয়েকজন বিশেষজ্ঞ তাকে দেখতে এসেছিলেন, কিছু পরীক্ষার কথা তারা বলে গেছেন। কিন্তু আমরা মনে করি যারা নিয়মিত তার চিকিৎসা করেন, তাদের খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া দরকার, অবিলম্বে দেওয়া উচিত।
কারাবন্দি হওয়ার পর এর আগে গত ৭ মার্চ স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেন মির্জা ফখরুল। সে সময় স্থায়ী কমিটির অন্য সদস্যরাও ছিলেন। এবার তিনি একাই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ৮ ফ্রেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। সেদিন থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে বন্দি রয়েছেন তিনি।