সৌদি আরবে এবার ফ্যাশন শো
ডেস্ক রিপোর্ট
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:২৯ পিএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৩০ পিএম, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার
সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মত ফ্যাশন সপ্তাহ শুরু হতে যাচ্ছে। আগামী ১০ এপ্রিল পর্দা উঠবে এই ফ্যাশন শোর। আর এই বিশাল আয়োজন হবে কিছু আগে আলোচিত রিয়াদে পাঁচ তারকা হোটেল কার্লটনে।
গত বছর নভেম্বরে এই হোটেলটিকে অস্থায়ী কারাগার হিসেবে ব্যবহার করেছিল সৌদি সরকার। যুবরাজ বিন সালমানের প্রতিদ্বন্দী হিসেবে পরিচিত প্রিন্স, রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে রিটজ কার্লটনে রাখা হয়েছিল। পরে মুক্তিপণ দিয়ে একে একে মুক্তি হন অনেকে। কারো বিরুদ্ধে অবশ্য মামলা করা হয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, চার দিনের ফ্যাশন শোতে আরব ডিজাইনারদের পাশাপাশি ইউরোপিয়ান ডিজাইনাররাও অংশ নিবেন। ‘আরব ফ্যাশন উইক-রিয়াদ‘ শীর্ষক এই আয়োজনে বিদেশিরা বেশ আগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজক সংস্থা আরব ফ্যাশন কাউন্সিলের সৌদি চাপ্টারের পরিচালক লায়লা ইসা আবুজায়েদ।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুষ্ঠানটি পরে পিছিয়ে এপ্রিলে ঠিক করা হয়। মাত্র দুই বছর আগেও এমন আয়োজন কল্পনাও করা যেত না সৌদি আরবে। সম্প্রতি তেলের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমূখী করার উদ্যোগের অংশ হিসেবে ধর্মীয় এবং সামাজিক রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে দেশটি।