ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ৯:৫২:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খালেদা জিয়ার দুর্নীতি মামলার শুনানি আবারও পেছাল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও মুলতুবি করেছেন আদালত।

রোববার (২৫ সেপ্টম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আলী হুসাইন আগামী বছরের ২৩ জানুয়ারি মামলার নতুন তারিখ নির্ধারণ করেন।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন কারণে এ নিয়ে ৪১ বারের মতো শুনানির তারিখ পেছাল বলে আদালত সূত্রে জানা যায়।

শুনানির সময় বিএনপি নেতা ড. খোন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরীসহ পাঁচ আসামি আজ আদালতে উপস্থিত ছিলেন। আরেক আসামি মো. সিরাজুল ইসলাম পলাতক রয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) সর্বোচ্চ দরদাতাকে দেওয়া বড়পুকুরিয়া কয়লাখনি চুক্তিতে ১৫৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও তার সাবেক মন্ত্রিসভার ১০ জনসহ ১৬ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি করা হয়েছিল।