রংপুরে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৩২ পিএম, ১০ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:২৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর রংপুর শিল্প সহায়ক কেন্দ্রের আয়োজনে এবং রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই)-এর সগযোগিতায় আজ মঙ্গলবার আরসিসিআই বোর্ড রুমে তিন দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন-এর রংপুর কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক খায়রুল আলম আলমাজী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরসিসিআই-এর সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন।
প্রধান অতিথি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, ঘর-সংসারের পাশাপাশি রংপুর অঞ্চলের নারীদের ব্যবসায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। কেননা পুরুষের পাশাপাশি নারীরা কর্মমুখী হলে রংপুর বিভাগের জিডিপি অনেক বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, দেশে দারিদ্র্য নিরসন এবং অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে হলে অধিক হারে ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তা সৃষ্টির কোন বিকল্প নেই।
তিন দিনব্যাপী এ শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে রংপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত ৪০ জন যুব নারী ও পুরুষ শিল্প উদ্যোক্তা অংশ নেন।
বিসিক-এর উপ-মহাব্যবস্থাপক খায়রুল আলম আলমাজী জানান, এ প্রশিক্ষণ কোর্সে শিল্পের শ্রেণীবিন্যাস, বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব ও অবস্থান, শিল্পনীতি এবং শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি বিধি বিধান ও নিয়ম-কানুন, শিল্প প্রকল্প অনুসন্ধান ও লাভজনক প্রকল্প বাছাই, পণ্যের কাঁচামাল সংগ্রহ ও প্রকল্পে উৎপাদন ব্যবস্থা বিশ্লেষণ এবং মান নিয়ন্ত্রণ, ব্যাংক ও বিসিক হতে শিল্পখাতে ঋণ প্রাপ্তির নিয়ম-কানুন ও ঋণের ডকুমেন্টেশন এবং ঋণ পরিশোধের নিয়মাবলী, হিসাব রক্ষণ ও স্টোর ব্যবস্থাপনা এবং শুল্ক ও কর মওকুফকরণ, তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে ধারণা প্রদানসহ শিল্প স্থাপন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হচ্ছে।