সাবেক ইউএনও ওয়াহিদা হত্যাচেষ্টা মামলার রায় পেছাল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৪০ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউএনও ওয়াহিদা খানম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউএনও ওয়াহিদা খানম হত্যাচেষ্টা মামলার রায়ের দিন পরিবর্তন করে আগামী ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ অক্টোবর) রায় ঘোষণার দিন ধার্য ছিল। বিচারক পরিবর্তন হওয়ায় রায়ের তারিখ ফের পিছিয়ে ২০ অক্টোবর করা হয়েছে।
দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৬ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩-এর বিচারক শ্যামসুন্দর রায়ের আদালতে মামলার যুক্তিতর্ক শেষ হয়। বিচারক ৪ অক্টোবর রায় ঘোষণার তারিখ দিয়েছিলেন। কিন্তু অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক পরিবর্তন হয়ে নবাগত বিচারক বেগম সাদিয়া সুলতানা আজ যোগদান করেন। নবাগত বিচারক পুনরায় শুনানি গ্রহণের পর আগামী ২০ অক্টোবর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে সরকারি ডাকবাংলোতে ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনা ঘটে। ৩ সেপ্টেম্বর সকাল ৮টায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে হেলিকপ্টারে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনায় ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ইউএনও ওয়াহিদার ভাই শেখ ফরিদ ঘোড়াঘাট থানায় মামলা করেন।