ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৫:০০:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তারকাদের পহেলা বৈশাখ

সালেহীন বাবু

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:১৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

কাল পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। ভোরের আলোয় ভেসে উঠবে নতুন বছরের রক্তিম সূর্য। সব দু:খ, কষ্ট, গালনি বিসর্জন দিয়ে নতুন বছরের শুভেচ্ছা বার্তায় সিক্ত হবে চিরন্তণ বাঙালি। প্রতিবারের মত এবারও তারকারা পহেলা বৈশাখ পালন করবেন। দিনটি কাটাবেন একান্ত খাঁটি বাঙালির মতই। রোমন্থন করবেন পুরোনো সেই দিনের কথা, আশান্বিত হবেন পহেলা বৈশাখের নতুন বন্দনায়।

 

সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী বলেন, পহেলা বৈশাখের আগে নানারকম পরিকল্পনা করতাম আমরা। আমি, সোমা (সামিনা চৌধুরী),পঞ্চম আর অন্তরা মিলে মোহাম্মদপুরের বাসা থেকে রিক্সা করে রমনা যেতাম। খুব সকালে আম্মা আমাদের সবাইকে সাজিয়ে দিতেন। আমাদের দলের নেতৃত্ব দিতেন খালারা। রমনা গিযে এলাহী কান্ড। বাবার সব সহকর্মীরা সেখানে হাজির। তারা গান করবেন। তাদের গানগুলো তো আমাদের ঠোটস্থ থাকত। আমরা গলা মেলাতাম তাদের সঙ্গে। এখন আর মেলায় যাবার সুযোগ নেই, নানা প্রোগ্রামে যেতে হয়। নানা অনুষ্ঠানের নিমন্ত্রন রক্ষা করতে হয়। পুরোনো বৈশাখগুলো খুব মনে পড়ে।

 

চিত্রনায়িকা মৌসুমী বরাবরের মত এবারের বৈশাখেও পুরো পরিবারকে নিয়ে উদযাপন করবেন। বিশেষ করে স্বামী সানিসহ বাচ্চাদের নিয়ে পুরো ঢাকা শহর ঘুরবেন।

 

অভিনেত্রী আফসানা মিমি বৈশাখ উপলক্ষ্যে বলেন, আমার বৈশাখ শুরু হয় চৈত্রসংক্রান্তির রাত থেকেই। ওই রাতে কোন বন্ধুর বাসায় বন্ধুরা মিলে আড্ডা দেই। এই আড্ডা চলতেই থাকে। পরদিন বৈশাখের প্রথম প্রহরে ইলিশ-পান্তা খেয়ে দল বেধে রমনা বটমূলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এভাবেই দিন কাটে।

 

অভিনেত্রী জয়া আহসানের কাছে প্রতিটি বৈশাখই গুরুত্বপূর্ণ। জয়া বলেন, আমরা অধীর আগ্রহে এই দিনটির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার অপেক্ষায় থাকি। যখন পহেলা বৈশাখ আসে, সবার মধ্যেই সেই অপেক্ষার প্রহর শেষ হয় এবং উৎসবে মেতে উঠি। ক্ষুদ্র মানুষ হিসেবে হয়তো বৈশাখী রঙে চলা, বৈশাখী খাবার খাওয়ার চেয়ে বাড়তি কিছু করতে পারি না।

 

সবসময় ব্যস্ত থাকার কারণে সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর পহেলা বৈশাখের আনন্দ কখনই পূর্নাঙ্গভাবে উপভোগ করতে পারেননি। তিনি বলেন, আমি কখনই অনেকের ভিড়ে আনন্দ করতে পারি না। তাই পহেলা বৈশাখে তেমন কোন পরিকল্পনা করা হতো না। ছোটবেলার পহেলা বৈশাখের ঘটনা এখনও মনে পড়ে। এখন ভক্তদের সঙ্গে প্রতি বছরই বৈশাখের আনন্দ ভাগ করে সময় কাটে। বিভিন্ন জায়গায় শো থাকে। দিনের কোন অংশে সময় পেলে মেয়েদের নিয়ে বেড়াতে যাই।

 

অভিনেত্রী তিশা তার এবারের বৈশাখের দিনের খবর নিজেই জানেন না। কারণ বৈশাখের দিনও তিশার শুটিং থাকবে। তবে তিশা যেখানেই থাকবেন বৈশাখের আমজেই থাকতে চান। তিনি বলেন, কাল আমার শুটিং আছে। ইউনিটে সবার সঙ্গে পান্তা ইলিশ খাব,বৈশাখের নতুন পোষাক পড়ব। তবে আমি মেন করি একটা নির্দিষ্ট দিনে বাঙালি ঐতিহ্য ধারন না করে নিজের অন্তরে তা লালন করা উচিত। এই একটা দিন সবার সঙ্গে আনন্দে মেতে উঠি,পারলে ঘুরতে বের হই।

 

চিত্রনায়িকা অপু বিশ্বাসের এবারের বৈশাখ কাটবে তার একমাত্র ছেলে জয়ের সঙ্গে। ছোটবেলার সব অনুষ্ঠানই আনন্দে কেটেছে। গ্রামে পহেলা বৈশাখ নিয়ে মেলা বসলেও কখনও মেলায় যায় নি। মেলা থেকে মিষ্টি আনলে তা মিস করতাম না। তবে গ্রামের পহেলা বৈশাখ আর হালের শহুরে পহেলা বৈশাখের মধ্যে অনেক পার্থক্য, বলেন অপু বিশ্বাস।