ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ৮:৫৫:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানী‌তে জশ‌নে জুলুস

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৩ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদে মীলাদুন্নবী (সা.) উপল‌ক্ষে প্রিয়নবী (স.) ৪১তম বংশধর সৈয়‌্যদ মোহাম্মদ তাহির শাহ (মা.জি.আ.) এর নেতৃ‌ত্বে রাজধানী‌তে বিশাল জশনে জুলুস অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার দুপু‌রে আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার ব্যবস্থাপনায় জুলু‌সটি মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা হতে শুরু হয়ে আসাদ গেট ঘু‌রে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শে‌ষে পুনরায় মাদ্রাসা ময়দানে গিয়ে শেষ হয়।

হাজার হাজার আশেকে রাসুল (সা.) হাতে কলেমা খচিত পতাকা নিয়ে জুলু‌সে অংশ নেন। এ সময় তা‌দের মু‌খে ছিল ‘ইয়া নবি সালাম আলাইকা, মুস্তফা জানে রহমত পে লা‌খো সালাম।’

প‌রে মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা ময়দা‌নে অনু‌ষ্ঠিত হয় ঈদে মীলাদুন্নবী মাহ‌ফিল।

পীরে কা‌মেল সৈয়‌্যদ তা‌হির শাহ এর সভাপ‌তি‌ত্বে মাহ‌ফি‌লে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, শাহজাদা সৈয়‌্যদ মোহাম্মদ কাশিম শাহ।

কাদে‌রিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ শহীদ উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসাইন, ঢাকার ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, পি.এইচ.পি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মুহাম্মদ মিজানুর রহমান, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু আহমেদ মন্নাফি, এডিশনাল সেক্রেটারি আলহাজ মুহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ মুহাম্মদ সিরাজুল হক, ঢাকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আব্দুল মালেক বুলবুল, ট্রেজারার আলহাজ শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ মুহাম্মদ হযরত আলী প্রমুখ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) এর তাৎপর্য তুলে ধরে বয়ান করেন কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলিম রিজভী, মুফতী মাহমুদুল হাসান, মাওলানা মুনিরুজ্জামা
ন, মাওলানা মাহমুদুর রহমান চিশতী, ড. মাওলানা নাসির উদ্দিনসহ প্রখ্যাত ওলামায়ে কেরামগণ।

খতমে গাউসিয়া ও মিলাদ শরীফ সমাপান্তে বাংলাদেশসহ সমস্ত মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন আল্লামা আলহাজ সৈয়‌্যদ মুহাম্মদ তাহির শাহ্ (মা.জি.আ.)।