দুই মামলায় খালেদার জামিন শুনানি ২৫ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৪৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার
যুদ্ধাপরাধীদের মদদ দেওয়া ও ভুয়া জন্মদিন পালনের পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।
আজ রোববার খালেদা জিয়ার পক্ষে জামিনের দরখাস্তকারী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি জানান, ম্যাজিস্ট্রেট আহসান হাবিব ও খুরশিদ আলমদের আদালতে ওইদিন মামলা দু’টির শুনানি হবে। দু’টি মামলায় ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এবিএম মশিউর রহমান যুদ্ধাপরাধীদের মদদ দেওয়া সংক্রান্ত মামলায় প্রতিবেদন দাখিল করেন।