ঢাকা, সোমবার ১৮, নভেম্বর ২০২৪ ১৯:৩৪:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুখভর্তি দাড়িতে আলোচিত যে নারী

লাইফস্টাইল ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ০২:৩২ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

ভারতিয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও শিখ মডেল হারনাম কাউর নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড বুকে। না নিজের বিশেষ কোন যোগ্যতার জন্য না, তিনি বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন সম্পূর্ন ব্যতিক্রমী এক ঘটনায়। নারী হয়েও মুখভর্তি দাড়ি রেখে পুরো বিশ্বে রীতিমত তাক লাগিয়ে দিযেছেন হারনাম কাউর। ছয় ইঞ্চি লম্বা দাড়ি নিয়ে ২৪ বছর ২৮২ দিনে এই স্বীকুতি পান তিনি।

 

নিজের দাঁড়ির গিনেস বুকে অনতর্ভুক্তিকে অসাধারন মর্যাকাকর বলে মন্তব্য করেছেন দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের বার্কশায়ারের ২৪ বছর বয়সী বডি পজিটিভের এই ক্যাম্পেনার।


হারনাম কাউর পলিসটিক ওভারি সিনড্রমে আক্রানত। এর ফলে হরমোনজনিত কারনে তার মুখমন্ডলে অবাঞ্চিত লোম দেখা দেয়। মাত্র ১১ বছর বয়সে তার এই সমস্যা শুরু হয়। কয়েক বছর এ সমস্যা লুকিয়ে রাখার চেষ্টা করেন। কিনতু মাসে তিনবার এগুলো পরিষ্কার করা তার জন্য কষ্টকর ছিল। তাই এক সময় হারনাম দাড়িতেই অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন। এরপর হারনাম শিখ ধর্মে দীক্ষা নেন। এ ধর্মে চুল কাটা নিষিদ্ধ। তাই তিনি আর দাঁড়ি কাটেননি।


নিজের মুখের এই দাঁড়ি নিয়ে যথেষ্ট সুখী হারনাম। বিভিন্ন সময় তার প্রমানও তিনি দিয়েছেন। এই দাড়ি নিয়েই বিভিন্ন সাজে মডেলিং করেছেন। দাঁড়িওয়ালা কোন নারী হিসেবে ২০১৬ সালের মার্চে লন্ডনে ফ্যাশন উইকে তিনিই প্রথমবার শিখদের পাগড়ি পড়ে রানওয়েতে হেটেছিলেন। এরপর হারনাম লন্ডনভিত্তিক শহরে কনে ফটোগ্রাফিতে মডেলও হয়েছেন। এতে বেশ কয়েকটি ছবিতে ভিন্ন ভিন্ন সাজে কনে রুপে তাকে দেখা যায়।


ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এখন এশিয়ার নানা সম্প্রদায়ের মানুষ তাকে দাঁড়ি কাটতে বলেন। লোকজন বলেন, আপনাকে দেখতে পুরুষের মত লাগে। আপনি কখনও চাকরী পাবেন না, কখনো বিয়ে হবে না আপনার।


এত্ত কথা শোনার পরও পিছিয়ে যাননি হারনাম। চলছেন নিজের মত করে।