রোদের দেখা মিলেছে ঢাকার আকাশে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০৫ এএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ঢাকার আকাশে রোদের দেখা মিলেছে। তবে আকাশে বিক্ষিপ্তভাবে মেঘও রয়েছে। সকালে কোনো কোনো এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও ৯টার পর রোদের দেখা মিলেছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে সোমবার (২৪ অক্টোবর) ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালেও অনেক সড়কে পানি জমে আছে। অনেক এলাকার সড়কে গাছপালা পড়ে থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। যে কারণে গতকালের মতো আজও ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। তবে সড়ক থেকে গাছপালা সরাতে কাজ করছে ফায়ার সার্ভিস।
সোমবার দিনভর রাজধানীতে ব্যাপক বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যায়। তবে রাত সাড়ে ১১ টার বৃষ্টিপাত কমে আসে।
এদিকে মঙ্গলবার আংশিক সূর্যগ্রহণ। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ অধিদপ্তর।
অন্যদিকে সম্পূর্ণ শক্তি নিয়ে উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার মধ্যরাতের পর আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।