অপর্ণা সেনের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আজ ২৫ অক্টোবর। এইদিনে জন্ম এক বাঙালি অভিনেত্রীর যাকে নিয়ে বলা অল্প কথায় অসম্ভব। যাকে দেখলে চোখ জুড়িয়ে যায়। যার অভিনয়ে মুগ্ধ হয়েছে আপামর সিনেমাপ্রেমীরা।
সাত, আট, নয়ের দশকে পুরুষের বুকের সবচেয়ে কাছে থাকা নারীমুখ তিনি। যার পরিচালনায় দর্শক পেয়েছে একের পর এক ভাল ছবি। সত্যিই যে তিনি অনন্যা। কে আবার? তিনি অপর্ণা সেন।
১৯৪৫ সালের ২৫ অক্টোবর তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন।
অপর্ণা একজন বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার। অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা ও কমলিনী সেন শর্মা তার কন্যা। প্রথম স্বামী সঞ্জয় সেনের সঙ্গে সংসার ভেঙে গেলে তিনি মুকুল শর্মাকে বিয়ে করেন। পরে এই সম্পর্কও ভেঙে যায়। এরপর তিনি কল্যাণ রায়কে বিয়ে করে স্থিতু হন।
অপর্ণা সেন পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করলেও পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ থেকে তার পরিবার কলকাতায় যায়। তার বাবা চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র নির্মাতা চিদানন্দ দাশগুপ্ত। তার মা সুপ্রিয়া দাশগুপ্ত সম্পর্কে খ্যাতনামা বাংলা কবি জীবনানন্দ দাশের খুড়তুতো বোন।
তিনি তার শৈশব কাটিয়েছেন হাজারীবাগ এবং কলকাতা শহরে। তিনি কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লস এ লেখাপড়া করেছেন। কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশুনা করেছিন তিনি। যদিও পরে আর ডিগ্রি নেননি।
সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘অরণ্যের দিনরাত্রি’ (১৯৭০) সহ আরো অনেক চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। পরে ছবি পরিচালনা ও প্রযোজনায় আসেন অপর্ণা এবং ব্যাপকভাবে সফল হন।
পেয়েছেন তিন তিনবার জাতীয় পুরস্কার। আন্তর্জাতিক পুরস্কার তার ঘরে এসেছে ডালি হয়ে। ১৯৬১-তে তিন কন্যা দিয়ে শুরু করেছিলেন। কিন্তু পরবর্তী পাঁচ দশকে শুধুই এক কন্যা হয়ে থেকে গিয়েছেন বাঙালির মনে।
অপিরিচিতই হোক অথবা অরণ্যের দিন রাত্রি, শ্বেত পাথরের থালাই হোক অথবা কড়ি দিয়ে কিনলাম, অপর্ণা সেন থেকে গিয়েছেন সিলভার স্ক্রিন থেকে বাঙালির মনে।