করোনা একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৭ জন
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:০৫ পিএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজন মারা গেছেন। আগের দিন এই ভাইরাসে কেউ মারা যায়নি। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৩ হাজার ৮০৪ জনের নমুনায় নতুন করে ১৩৭ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৯৬ জন। করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৪১ শতাংশ। সোমবার করোনা শনাক্তের হার ছিল ৫ দশমিক ০১ শতাংশ। আজ কমে হয়েছে ৩ দশমিক ৬০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৮৬৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৩৪৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৬ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮৭ জন। শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ০৭ শতাংশ।