ঢাকা, বুধবার ১২, মার্চ ২০২৫ ১৮:১০:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০০ পিএম, ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪০ জন। শুক্রবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গুতে নতুন করে পাঁচজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১২৮ জনে। এ ছাড়া নতুন ৪৪০ রোগী নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫৩৯ জন।

হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ২৭৯ জন ঢাকার বাসিন্দা। এ নিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী। এ ছাড়া নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬১ জন। ফলে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তির রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ২৬২ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৫৯৫ জন।