সিরীয় শরণার্থী শিশুদের বিয়ে বাড়ছে
সালেহীন বাবু
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৩ পিএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার
বাল্যবিয়ে রোধ করা যাচ্ছে না সিরিয়ার শরনার্থীদের। জর্ডানের আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, সিরিয়া থেকে সে দেশে শরণার্থী হয়ে যাওয়া মেয়ে শিশুদের বাল্যবিয়ের হার বেড়ে যাচ্ছে।
২০১৪ সালের সেখানে শরণার্থী মেয়ে শিশুদের বাল্যবিবাহের হার ১৫ শতাংশ থেকে বেড়ে ২০১৮ সালে ৩৬ শতাংশ হয়েছে। সিরিয়া থেকে পালিয়ে জর্দানে আশ্রয় নেয়া শরণার্থীদের চরম অর্থকষ্টে দিন পার করতে হচ্ছে। পারিবারিক অভাব,অনটনের কারণে নিজেদের শিশু কন্যাদের বিয়ে দিতে তারা বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।
২০১৭ সালে জর্দানের প্রধান বিচারপতি শিশুকন্যাদের বিয়ের ব্যাপারে কঠোর বার্তা দেন। এ ব্যাপারে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সহমত প্রকাশ করেন। এ সংস্থা থেকে বলা হয়েছিল, সেখানকার শিশুদের বিশেষ করে মেয়েদের বাড়তি সুরক্ষা দেওয়া প্রয়োজন। তাদের অভাব দূর করে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতাও করে আসছে সংস্থাটি। এত কিছুর পরও বাল্যবিবাহ ঠেকানো যাচ্ছে না।
ফাতিমা নামের ১৬ বছর বয়সী এক তরুণী জানান, বছর দেড়েক আগে বিয়ে হয়েছে তার। স্বামীকে তিনি ভালবাসেন এবং মনে করেন তার বিয়েটা স্বাভাবিকভাবেই হয়েছে। বর্তমানে তার পাঁচমাস বয়সী একটি সন্তানও রয়েছে।
১৬ বছর বয়সে বিয়ে হওয়ায় ফাতিমা তার পড়াশোনা চালিয়ে যেতে পারেন নি। তবে নিজের মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে চান না তিনি। যা তার যা সঙ্গে ঘটেছে তার আর পুনরাবৃত্তি করতে চান না ফাতিমা। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন এ তরুণী।