ঢাকা, বুধবার ১২, মার্চ ২০২৫ ১২:২০:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে নতুন করে ভর্তি হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে রামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪১ জন।

এ বিষয়ে মো. শামীম ইয়াজদানী জানান, রাজশাহী জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। তবে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ১০ রোগী। অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। আক্রান্তদের অবস্থা উন্নতির দিকে।

তিনি আরও জানান, বুধবার (২ নভেম্বর) রাতে মোশাররফ নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। রামেক হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।