ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ৪:৪৭:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিশু একাডেমির মহাপরিচালক হলেন আনজীর লিটন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার

ছড়াকার আনজীর লিটন

ছড়াকার আনজীর লিটন

বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার আনজীর লিটন। গত বৃহস্পতিবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

এই দিন যোগদান শেষে তিনি বাংলাদেশ শিশু একাডেমি ও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিট নিরবতা পালন করেন। বাংলাদেশ শিশু একাডেমির দায়িত্ব গ্রহণের পর একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব লাকী ইনাম।

আনজীর লিটনের জন্ম ১৭ জুন ১৯৬৫ সালে ময়মনসিংহ জেলায়। তিনি ইতোপূর্বে তিন বছর বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক পদে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আনজীর লিটন ২০২০ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। এ ছাড়া লেখালেখির স্বীকৃতিস্বরূপ অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, কুসুমের ফেরা সাহিত্য পুরস্কার, সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার, ময়মনসিংহ প্রেস ক্লাব পদকসহ বেশকিছু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

আনজীর লিটনের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে জীবনী গ্রন্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার ছড়ায় বঙ্গবন্ধু, খাড়া দুটো শিং, মানিকের লাল কাঁকড়া, স্কুলের ছড়া, ইশকুল ব্যাগে প্রজাপতি, বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে, দাদু কোথায় লইয়া যাইতেছো, নীল ঘোড়ার খেলা, সবুজ ঘাসের সাইকেল, গুডবয় ব্যাডবয়, ছোটদের নাটিকা, রঙের পুকুর, ও ছড়া তুই যাস কই, রঙের দেশে তুলির রাজা।