ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৮:৪৭:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাওমির নতুন রেডমি ফোন: দাম ১২ হাজার

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শাওমি বাজারে এনেছে নতুন রেডমি সিরিজের ফোন। রেডমি এ১ সিরিজের এ১ প্লাস ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা, বড় ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী ব্যাটারি।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, নতুন রেডমি এ১ প্লাস ফোনটিতে ৬.৫২ ইঞ্চির বড় ডিসপ্লে, স্টাইলিশ ডিজাইন, ডুয়েল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫০০০ এমএএইচ এর বড় ব্যাটারিসহ নানা দারুণ সব ফিচার থাকছে। রেডমি সিরিজের অন্যান্য ফোনের মতো রেডমি এ১ প্লাস ফোনটিও সবার মন জয় করে নিবে।
রেডমি এ১ প্লাস রয়েছে ৬.৫২ ইঞ্চির বড় ডিসপ্লে যাতে থাকছে ১৬০০x৭২০ পিক্সেল এইচডি প্লাস রেজ্যুলেশন। যা ভিডিও দেখা ও গেমিং খেলার দুর্দান্ত অভিজ্ঞতা দিবে। চোখে স্বস্তি দিতে ফোনে  রয়েছে ডার্ক থিম ও নাইট লাইট মোড।

ক্যামেরায় ভালো অভিজ্ঞতা দিতে এ১ প্লাসে থাকছে ডুয়েল ক্যামেরা। একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ও অন্যটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রোর্ট্রটে, শর্ট ভিডিও, টাইম ল্যাপস সহ বিভিন্ন মোডে ছবি ও ভিডিও করা যাবে।

দ্রুত আনলকিং এর জন্য রেডমি এ১ প্লাসে থাকছে রিয়্যার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সার্বিক পারফরমেন্সের দিক থেকেও এগিয়ে রেডমি এ১ প্লাস। কারণ এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম সমৃদ্ধ স্টোরেজকে চাইলে যে কেউ ১ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। 
এখানে থাকছে ৫০০০ এমএএইচ এর বড় ব্যাটারি ও ১০ ওয়াটের চার্জার। রেডমি এ১ প্লাস পাওয়া যাবে আকর্ষণীয় ব্লাক, লাইট গ্রিন ও লাইট ব্লু রঙে। 

যা দেশের সব অথরাইজড শাওমি স্টোরে পাওয়া যাচ্ছে। ৩+৩২ জিবি ডিভাইসটির দাম ১১,৯৯৯ টাকা।