ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৬:২৭:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইনস্টাগ্রাম স্টোরিজ অপশনে আসছে নতুন চমক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইনস্টাগ্রাম তাদের ‘স্টোরিজ’ ফিচারে নতুন চমক আনছে। এর ফলে ব্যবহারকারীরা ১৫ সেকেন্ডের পরিবর্তে ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও স্টোরিজে প্রকাশ করতে পারবেন।

সম্প্রতি ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে ইনস্টাগ্রামের স্টোরিজের স্থায়ীত্ব ১৫ সেকেন্ডের, সেটি ৬০ সেকেন্ডের হতে যাচ্ছে।

এর আগেও ভিডিও প্রকাশের আরেক ফিচার ‘রিলস’-এর সময়সীমা বাড়িয়েছিল ইনস্টাগ্রাম। ৬০ সেকেন্ড থেকে বাড়িয়ে রিলসের সময়সীমা ৯০ সেকেন্ড করেছিল প্ল্যাটফর্মটি।

মেটার মুখপাত্র বলেন, ‘স্টোরিজের অভিজ্ঞতার মান বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। আগে ইনস্টাগ্রাম স্টোরিজে কোনো ভিডিও আপলোড করা হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে ১৫ সেকেন্ড করে ভাগ ভাগ হয়ে প্রকাশিত হতো। এখন সেটা ৬০ সেকেন্ড হবে। এই সময় পর্যন্ত দীর্ঘ ভিডিওতে কোনো বিরতি হবে না।

এছাড়াও ইনস্টাগ্রাম ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অভিভাবকদের জন্য ‘ফ্যামিলি সেন্টার’ নিয়ে আসছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে অভিভাবকরা ইনস্টাগ্রামে তাদের সন্তানদের গতিবিধির ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন।


সন্তান ইনস্টাগ্রামে কতক্ষণ থাকবে, কোনো নির্দিষ্ট সময়ে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে কী পারবে না, এমন সব সুবিধা অভিভাবকদের জন্য আনা হচ্ছে।

পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক কোনো ব্যবহারকারী ইনস্টাগ্রামের কোনো কনটেন্ট নিয়ে প্ল্যাটফর্মটির কাছে কোনো অভিযোগ করলে সেটি অভিভাবকের সঙ্গেও বিনিময়ের সুযোগ রাখা হচ্ছে।