ঢাকা, শনিবার ১৬, নভেম্বর ২০২৪ ১৬:৫৩:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছিতে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ১৩ নভেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলার বদলগাছিতে। আজ (রোববার) সকাল ৬টায় বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (শনিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে তাপমাত্রা কমলো ২ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা নিম্নমুখী থাকবে। তবে দুই-একদিন পর থেকে আবারও তাপমাত্রায় স্থিতিশীল অবস্থা বিরাজ করবে। আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কম। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলীয় এলাকার অদূরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও দুর্বল হয়ে পড়েছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।