রোজিনাকে মামলা থেকে অব্যাহতির শুনানি ১৫ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১৩ পিএম, ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনে করা মামলার দায় থেকে অব্যাহতির বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলায় কোনো সত্যতা না পাওয়ায় ডিবি পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিলো। তবে এদিন বিচারক চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে শুনানি গ্রহণ না করে আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেন।
রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত ৪ জুলাই রোজিনা ইসলামকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোর্শেদ আলম খান।