কবিতা# সে যায় চলে: শাহাজাদা পারভীন
শাহাজাদা পারভীন
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫২ পিএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার
কবিতা# সে যায় চলে: শাহাজাদা পারভীন
সে আসে, সে যায় চলে
মায়া ভরা কামিনী কাছে নেয় ডেকে।
জুঁই, চামেলী বসে বসে ভাবে
মনোবন আজ কেন ফাঁকা পড়ে আছে?
আমি যাবো বরফের দেশে
সেখানে সব জমে থাকে
জমে থাকে আবেগ, ভালোবাসা
কেউকে দেয়ার প্রয়োজন পড়ে না।
ভালোবাসা জমে থাকে জন্ম জন্মান্তর ধরে.
জমতে জমতে সে এখন বরফ হয়ে গেছে।
কখনো কখনো তুষার ঝড় হয়ে
না বলা কত কথা বলবে বলে বিদ্রোহ করে।
নিমিষে সব যায় পানি হয়ে
অভিমানে আবার জমতে থাকে।
জমে আর গলে তার দিন যায় চলে
সময়কে যে বড্ড ভয় তার।