ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ৫:৩৯:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী বাবলীর জামিন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২১ নভেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

অবশেষে জামিন পেলেন ছাত্রলীগের নেত্রী বাবলী আক্তার। গরু চুরির পর নিজ বাড়িতে রেখে বিক্রি করার অভিযোগে মামলা হয় বাবলীর বিরুদ্ধে। ঢাকার ধামরাই এলাকার ওই ঘটনায় দায়েরকৃত মামলা থেকে জামিন পেয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তার।

সোমবার (২১ নভেম্বর) ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভুইয়া তার জামিন মঞ্জুর করেন। ধামরাই থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই ইলা মনি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৬ নভেম্বর ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।

বাবলী আক্তার সাভার পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি। এ ছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, ধামরাইয়ের আবদুল লতিফের গোয়ালঘর থেকে দুটি গরু চুরির অভিযোগে গত ৩০ অক্টোবর থানায় মামলা হয়। এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গরু চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলীও জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করে তারা।