ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ১:২৮:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মারধর করে বের করে দেয়া হলো ছাত্রলীগ নেত্রীকে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:০০ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ০৫:১১ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

এবার বরিশালে ছাত্রলীগের এক নেত্রীকে ছাত্রী নিবাস থেকে বের করে দেয়া হলো। রোববার বিকেল সাড়ে ৫টায় বনমালী ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে। উভয়গ্রুপ ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত।

জানা গেছে, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রলীগের এক নেত্রীকে মারধর করেছে প্রতিপক্ষের ছাত্রীরা। পরে বিছানাপত্রে আগুন ধরিয়ে দিয়ে ফারজানা আক্তার ঝুমুর নামে ওই ছাত্রীকে ছাত্রী নিবাস থেকে বের করে দেওয়া হয়।

ছাত্রলীগ নেত্রী ফারজানা আক্তার ঝুমুর বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।প্রতিপক্ষের গ্রুপের ছাত্রীদের অভিযোগ, ঝুমুর অন্যান্য ছাত্রীদের অনৈতিক কাজে জড়িত হতে চাপ প্রয়োগ করতো। তার প্রস্তাবে রাজি না হলে সে ছাত্রীদের মারধর করতো। এ ছাড়া ঝুমুর সাধারণ ছাত্রীদের কাছ থেকে টাকা আদায়সহ ছাত্রী নিবাসে নানা নৈরাজ্য সৃষ্টি করতো।


তারা আরও জানান, ঝুমুরের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১ জানুয়ারি ছাত্রী নিবাসের ২ নম্বর ভবনের ছাত্রী ঐশী ও ২৯ মার্চ শারমিন নামে এক ছাত্রীকে মারধর করেছে। এ ছাড়া গত বছরের ২০ নভেম্বর জান্নাত ও ইভা দুই ছাত্রীকে মারধরের হুমকি দেয় সে।


এসব অভিযোগ জানিয়ে রোববার দুপুরে ছাত্রী নিবাস থেকে ঝুমুরের বহিষ্কারের দাবিতে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেয় প্রতিপক্ষের গ্রুপের ছাত্রী শারমিন আক্তার, রহিমা আক্তার, ইভা, ইসরাত জাহান, ফাহিমা, শাকিলা আক্তার ও মিষ্টি।


বিক্ষোভের এক পর্যায়ে ফারজানা আক্তার ঝুমুরের বিছানাপত্র এনে ছাত্রী নিবাস সংলগ্ন নতুন বাজার সড়কে অগ্নিসংযোগ করে তারা।


পরে এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে কোতয়ালি থানা পুলিশের সহকারী পুলিশ কমিশনার শাহনাজ পারভীন, ওসি আওলাদ হোসেন ও মামুনসহ শতাধিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


পরে বনমালী ছাত্রীনিবাসে উভয়পক্ষকে নিয়ে সমঝোতায় বসে পুলিশ ও কলেজ প্রশাসন।


ঘটনার বিষয়ে ছাত্রী নিবাসের তত্ত্বাবধায়ক সহকারী অধ্যাপক এসএম শাহ আলম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রীনিবাসের দু`দল ছাত্রীর মধ্যে বিরোধ চলছে। এর জেরে ধরে ঝুমুরকে মারধরের ঘটনা ঘটেছে।