ঢাকা, মঙ্গলবার ০৩, ডিসেম্বর ২০২৪ ২৩:৩৮:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আমি হলেও ওই পেনাল্টি মিস করতাম না

তসলিমা নাসরিন

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২০ পিএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনের পোস্টে এবার উঠে এলো কাতার বিশ্বকাপ। গত রাতে বাঁচা-মরার লড়াইয়ে পোল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৩৮তম মিনিটে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি! ডি বক্সের ভেতর আর্জেন্টিনা অধিনায়ককে ফাউল করেছিলেন পোলিশ গোলকিপার। ভিএআরএর সাহায্যে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

কিন্তু লিওনেল মেসির শট দারুণভাবে ঠেকিয়ে দেন পোলিশ গোলকিপার ভয়চেক সেজনি।

সেই ম্যাচ নিয়েই তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেন, ‘মনে হচ্ছে ওই পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না। কিন্তু মিস করলেন মেসি। পুরোই মেস। কোনও মানে হয়? বিশ্বকাপে তিনটে পেনাল্টি কিকের মধ্যে দুটোই মিস করলেন মেসি। আর এঁকে নিয়ে লোকের ম্যাডনেসের সীমা নেই। শুনেছি খেলতে গিয়ে এ পর্যন্ত ২৯টা নাকি ৩১টা পেনাল্টি উনি মিস করেছেন। উফ! ভাবা যায়?’

উল্লেখ্য, ম্যাচের আগের দিন মেসির পেনাল্টি ঠেকানোর ঘোষণা দিয়েছিলেন পোলিশ গোলকিপার ভয়চেক সেজনি। গতকাল মাঠে তিনি সেটার বাস্তবায়ন করে দেখালেন। তার পরও জিততে পারেনি রবার্ট লেভানদোস্কির পোল্যান্ড। তাদেরকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা চলে গেছে শেষ ষোলোতে।