ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ৫:৩৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাড়ি চাপায় নারীর মৃত্যু, সেই শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০০ পিএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকার চাপায় এক নারীর মৃত্যুর ঘটনায় চালক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জাফর শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালই তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তবে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে শনিবার দুপুরে। জাফর শাহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানা পুলিশ।

উপপরিদর্শক (এসআই) শিশির জাফর বলেন, এই ঘটনায় চালককে গ্রেপ্তার দেখানো হয়েছি। ঘটনার সময় সেই শিক্ষক গাড়িটি চালাচ্ছিলেন। তিনি সুস্থ হলে আদালতে হাজির করা হতে পারে।

আটক জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন।

শুক্রবার (২ ডিসেম্বর) দেবর নুরুল আমিনের (৪০) বাইকে হাজারীবাগ যাচ্ছিলেন রুবিনা আক্তার। শাহবাগ মোড়ে পৌঁছলে প্রাইভেটকারটির ধাক্কায় রুবিনা পড়ে গিয়ে প্রাইভেটকারের নিচে আটকে যান। ওই অবস্থায় নারীকে টেনেহিঁচড়ে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেতের দিকে ছুটতে থাকেন চালক। পথচারীদের চিৎকারে গাড়ি থামায়নি। এসময় দুই মোটরসাইকেল চালক ও স্থানীয় লোকজন কারটি ধাওয়া করেন। একপর্যায়ে নীলক্ষেতে গিয়ে কারের গতিরোধ করতে সক্ষম হন তারা। পরে গাড়ির নিচ থেকে মুমূর্ষু অবস্থায় রুবিনাকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসময় চালক গাড়ির ভেতর দরজা বন্ধ করে বসে ছিলেন। পরে তাকে বের করে গণপিটুনি দেওয়া হয়।