কুড়িগ্রামে বেড়েছে শীত, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৯ এএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। ইতোমধ্যে মধ্যরাত থেকে পড়ছে ঘন কুয়াশা।বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। ফলে দিনের বেলাতেও বিভিন্ন যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সময় মতো কাজে যোগ দিতে তাদের বেগ পেতে হচ্ছে।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সাইদুল ইসলাম জানান, ঘন কুয়াশা পড়ায় খেত-খামারের কাজে যোগ দিতে দেরি হচ্ছে। এ ছাড়া শীত বাড়ায় তাদের কষ্ট হচ্ছে।
একই এলাকার অটোরিক্সাচালক রুবেল মিয়া জানান, কুয়াশার কারণে সড়কে অটো চালাতে সমস্যা হচ্ছে। সকাল সকাল হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। তাছাড়া যাত্রীও কমে গেছে। এই রকম কুয়াশা প্রতিদিন পড়লে আয় কমে যাবে।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, কয়েক দিনের মধ্যে এ জেলার তাপমাত্রা আরও নেমে যাবে এবং শীতের তীব্রতা বাড়বে।