ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৩ জন
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার

প্রতীকী ছবি
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৬০ জন। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫৩ জন। এর মধ্যে ঢাকায় ১৩০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১২৩ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৮৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪৮৮ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৯ হাজার ৪৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৬৫৪ জন এবং ঢাকার বাইরে ২১ হাজার ৭৯৫ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ৫৮ হাজার ১৮ জন। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৮১১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২১ হাজার ২০৭ জন সুস্থ হয়েছে।