শ্যাম্পুর বদলে মার্কিন পাসপোর্ট!
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:৫৩ এএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার
ব্রিটিশ নারী নিকোল মিচেল একটি অনলাইন প্রতিষ্ঠানে শ্যাম্পুর অর্ডার দিয়েছেন। যথাসময় তার কাছে পার্সেল চলে আসে। মোড়ক খুলেই তিনি দেখতে পান পার্সেলের ভেতরে যুক্তরাষ্ট্রের ২০টি পাসপোর্ট।
৪৬ বছর বয়সী নিকোল প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। তিনি প্রথমে কিছুক্ষন স্থবির হয়ে গেলেন। এর পর ৯৯৯-এ ফোন করেন। পুলিশের কাছে ঘটনা খুলে বলেন। কিন্তু আবারও অবাক করে দিয়ে পুলিশ তাকে বলেছে, পাসপোর্টগুলো যেন সে আবর্জনা স্তুপে ফেলে দেয়। এটি তার জন্য উত্তম কাজ হবে।
তিনি আবারও পুলিশকে ডায়াল করেন। বিশদ বিবরণ দিয়ে বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে। এসব পাসপোর্ট যদি সন্ত্রাসীদের হাতে চলে যায়, তখন কী ঘটবে?
মিচেল বলেন, আমি ভয়ে কাতর হয়ে পড়েছিলাম। ভেতরে ভেতরে চরম অস্থিরতা বোধ করছিলাম। কারণ কী ঘটছে, কারও কাছ থেকে তার ব্যাখ্যা পাচ্ছিলাম না। কেন এতগুলো পাসপোর্ট তার কাছে এলো, তার কোনো উত্তর তিনি জানতেন না।
অনেক চিন্তাভাবনা করে তিনি মার্কিন দূতাবাসে ফোন করেন। চার ঘণ্টা পর দূতাবাসের এক কর্মকর্তা এসে তার কাছ থেকে পাসপোর্টগুলো নিয়ে যান।
তিনি বলেন, অর্ডার দেয়ার দুদিন পার হলেও শ্যাম্পু এখনও আমার কাছে আসেনি। তবে ওই অনলাইন প্রতিষ্ঠানটির এক কর্মী তাকে ফোন দিয়ে জানিয়েছেন, প্রসাধনী পণ্য ও শ্যাম্পুর পাশেই পাসপোর্টের পার্সেলটি ছিল। কর্মীরা ভুলে সেটির ওপর তার নাম-ঠিকানার মোড়ক লাগিয়ে দিয়েছেন।