ঢাকা, মঙ্গলবার ১১, মার্চ ২০২৫ ০:৫৫:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৯৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৬৯ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৯৮৫ জন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৫৯ হাজার ৯৪৯ জনে এবং ভাইরাসটিতে নতুন আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৬৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ১৭৩ জনে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যে আরও জানা গেছে, ফ্রান্সে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৮৭৮ জন এবং মারা গেছেন ১৬৭ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮৫ লাখ ১৫ হাজার ৭২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৯ হাজার ৮৭০ জন মারা গেছেন।

এছাড়া গত এক দিনে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপানে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৩৩৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৭ জন।

সোমবার করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৯৮৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।