ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৩:৩২:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বুদ্ধিজীবীদের স্মরণে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডায়েরি অফ জেনোসাইড’

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ এএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে তাদের পরাজয় সুনিশ্চিত, তখন তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীলনকশা করে। তারা দেশদ্রোহী রাজাকার, আলবদর, আল শামসদের সহযোগিতায় সুপরিকল্পিতভাবে দেশের বরেণ‍্যদের নির্মমভাবে হত‍্যা করে।
এ ঘটনার স্মরণে ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয়ে আসছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ডায়েরি অফ জেনোসাইড নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি রচনা করেছেন হাসনাত বিন মাতিন, মূল ভাবনায় আমিনুল ইসলাম ইমন। এটি পরিচালনা করেছেন সৌরভ কুন্ডু।
আপ স্টুডিওর ব্যানারে নির্মিত শর্টফিল্মটি প্রযোজনা করেছেন হামিদুল হাসান নবীন।
এতে অভিনয় করেছেন রওনক হাসান, পূর্ণিমা বৃষ্টি, জে. আই. মোহসান, বিপুল, টিপু, আনিকা তাবাসসুম ও ইমতিয়াজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা বলেন, ‘বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের শ্রদ্ধাভরে স্মরণ করে এটি নির্মাণ করেছি। বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ‍্যে পাকিস্তানিরা এদেশের দেশদ্রোহীদের সহযোগিতায় যে হত‍্যাযজ্ঞ চালায় তারই রেশ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ছোট্ট এই কাজের মধ‍্য দিয়ে।’
ডায়েরি অফ জেনোসাইড আপ স্টুডিও প্রডাকশন হাউস অ‍্যান্ড পাবলিকেশনের ফেসবুক পেইজ ও ইউটিউব চ‍্যানেলে প্রকাশ পেয়েছে ১৩ ডিসেম্বর।