পাঠানো মেসেজ মুছে ফেলার সুবিধা আসছে ফেসবুকে
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫২ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:৫২ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিগগিরই যুক্ত হতে পারে পাঠানো মেসেজ মুছে ফেলার সুবিধা। বর্তমানে কোন কনভারশেসন থেকে মেসেজ মুছে ফেলা গেলেও অপর প্রান্তেও ব্যবহারকারীর কাছে মেসেজটা থেকে যায়। তবে নতুন ফিচারটা চালু হলে দুই প্রান্ত থেকেই মেসেজ মুছে যাবে।
দুজনের কনর্ভারসেশন কিংবা গ্রুপ চ্যাট, উভয়ের ক্ষেত্রেই এ ফিচারটি কাজ করতে পারবে। তবে এ ফিচারটি নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
তাদের মতে, ফিচারটি চালু করা হলে ফেসবুকে হয়রানির পরিমান বাড়তে পারে। এনক্রিপ্টেড মেসেজিং এপ পিরিওর প্রধান কর্মকর্তা ফ্লোরেন্সিয়া হেরাভেগার মতে, ফিচারটি বেশ ক্ষতিকর এবং এটি প্রতারণা উসকে দিবে।
বিজনেস ইনসাইডারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ধরুন কেউ আপনাকে হয়রানি করছে বা অনলাইনে বাজে কথা বলছে। পরবর্তী সময় তারা চাইলেও হয়রানির উদ্দেশ্যে পাঠানো মেসেজগুলো মুছে ফেলতে পারবে এবং এরপর দাবী করবে তারা কিছুই করেনি। বিষয়টা বেশ ভয়াবহ।
ইন্টারনেট নীতিমালা এবং ডিজিটাল অধিকার নিয়ে কর্মরত আইনজীবী সিনহিয়া খু আশংকা করে বলেন, শুধু যে হয়রানিমূলক মেসেজই মুছে ফেলা হবে তা নয়, অনেক ক্ষেত্রে দেখা যাবে কোন কনভারশেসন থেকে বেছে বেছে কিছু মেসেজ মুছে ফেলা হয়েছে। এর ফলে আলোচনার বিষয়বস্তু পাল্টে যেতে পারে।