কুয়াশার চাদরে ডাকা পড়েছে রাজধানী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৩ এএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
ভোর থেকেই পড়ছে কুয়াশা। ফলে রাজধানীসহ আশপাশের এলাকা কুয়াশার চাদরে ঢেকে গেছে। এসময় কয়েক হাত দূরের জিনিস দেখা যায়নি। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে শৈতপ্রবাহ কেটে কুয়াশা পড়ার কথা বলা হয়েছে। ঢাকার বাইরে গ্রামাঞ্চলে শীত জেঁকে বসেছে। তবে ডিসেম্বর মাসের শেষভাগে ঢাকাতেও শীতের তীব্রতা বাড়তে দেখা যাচ্ছে। বেলা বাড়লেও কুয়াশার আধিক্য থাকায় ঢাকার বেশিরভাগ এলাকায় সূর্যের দেখা মেলেনি।
রোববার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, বনানী, এয়ারপোর্ট এবং উত্তরার হাউজবিল্ডিং ও ডিয়াবাড়িতে দেখা যায়, ভোরের পর থেকে ঘন কুয়াশা পড়ছে। সবকিছু ঢেকে যায় এই কুয়াশায়। পৌষের শুরুতে শীতের আমেজ লক্ষ্য করা গেছে।
সড়কে কর্মজীবী মানুষের চলাচল থেমে নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষের ভিড় দেখা গেছে। সড়কে গাড়ির চাপও ছিল স্বাভাবিক।
নিউমার্কেট এলাকায় কয়েক জন রিকশাচালক বলেন, খুব সকালে এমন কুয়াশা ও ঠান্ডায় রিকশা চালাতে কষ্ট হচ্ছে। রাতে ফুটপাতে থাকতেও সমস্যা হয়।
কুয়াশার কারণে গাড়ি চলাতে সম্যস্যা হচ্ছে। সময় মতো গন্তব্যে যেতে পারছেন না অনেকে। ঢাকার বাইরে থেকে দূরপাল্লার গাড়িগুলো ভোরে ঢাকায় প্রবেশ না করে সকালে আসছে। এর ফলে ঢাকার রাস্তায় ভিড় বাড়ছে।
এদিকে, আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা কিছুটা বাড়লেও কেটেছে শৈত্যপ্রবাহ। রোববার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে দেশে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতেও একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।