ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৩:২৩:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার

আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

আঠাশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে সমারোহে। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।বাংলাদেশের এই ছবি প্রচুর প্রশংসা এবং ভালোবাসা কুড়িয়েছে কলকাতার দর্শকমহলে।

সাড়ে তিন বছরের চেষ্টায় দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। দরিদ্র কৃষকদের জীবিকার লড়াইকে তুলে ধরে ছবিটি নির্মাণ করেছেন মহম্মদ কাইয়ুম। ছবিটি বাংলাদেশে প্রথম মুক্তি পেয়েছে গত ৪ নভেম্বর। এটি পরিচালকেরও প্রথম ছবি।

ধ্রুপদি চিত্রলোক নিবেদিত এই পূর্ণদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির, সুমী ইসলাম, সামিয়া আখতার, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। সঙ্গীত পরিচালনায় সাত্যকি বন্দ্যোপাধ্যায়। 

নন্দনে ‘হাওয়া’ প্রদর্শনের আগে শুক্রবার বেলা ১১টায় দেখানো হয়েছে বাংলাদেশ থেকে অংশ নেওয়া এই ছবি, ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এ দিন নন্দনের প্রেস কর্নারে আয়োজিত সংবাদ সম্মেলনে ছবির পরিচালক মহম্মদ কাইয়ুম বলেছেন, ‘এটি আমার প্রথম ছবি। বিদেশের মাটিতেও প্রথম ছবি। ছবিটি আপনাদের ভালো লাগলে আমি ধন্য হব।’ 

পরিচালক বলেন, ‘এটি বাংলাদেশের ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের চিরকালীন জীবনসংগ্রামের আখ্যান। যেখানে আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার, লোকজ ঐতিহ্য এবং বিরূপ প্রাকৃতিক পরিবেশে হাওরের জল ও কাদায় মাখা প্রান্তিক মানুষের গল্প বলা হয়েছে।’