ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ১:৫১:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খালেদার ‘প্যারালাইজড’ হওয়ার শঙ্কা ডাক্তারের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ০৪:৩৯ পিএম, ১ মে ২০১৮ মঙ্গলবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘প্যারালাইজড’ হওয়ার আশঙ্কা করছেন তার ব্যক্তিগত চিকিৎসক নিউরো সার্জন ওয়াহিদুর রহমান।


তিনি বলেন, নার্ভ চাপা পরার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডান হাতের চেয়ে বাম হাত বেশি দুর্বল। এ অবস্থায় তার শরীর আরও খারাপ হয়ে প্যারালাইজড হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


কারাগারে যেখানে সাবেক এ প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে সেখানে তার চিকিৎসা সম্ভব নয় বলেও মন্তব্য করেন ওয়াহিদুর রহমান।


সম্প্রতি সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্তহীনতার কারণে প্রতিনিয়ত খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। 


রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। প্রথম শ্রেণীর কারাবন্দি হিসেবে বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।


কারাবন্দির পর থেকেই খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতারা।