দেশে কোভিড টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

দেশে কোভিড টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু
সংক্রমণ প্রতিরোধে কোভিড টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হল দেশে। আজ মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে দেশজুড়ে।আজ সকাল ৯টা নাগাদ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালত অধ্যাপক আহমেদুল কবীর।
সরকারি তথ্য অনুযায়ী, এরই মধ্যে ১৫ কোটি মানুষকে করোনা টিকা প্রথম ডোজ, সাড়ে ১২ কোটি মানুষকে দ্বিতীয় ডোজ এবং সাড়ে ৬ কোটি মানুষকে তৃতীয় ডোজ দেওয়া হয়েছে। এবার চতুর্থ ডোজ দেওয়ার পালা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বয়স্করা করোনা টিকার ডোজ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। অর্থাৎ ষাটোর্ধ্ব মানুষ চতুর্থ ডোজের টিকা আগে পাবেন। আজ সারা দেশের টিকা কেন্দ্রগুলিতে একযোগে কোভিড টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হয়েছে।
সারা দেশের স্থায়ী টিকা কেন্দ্রগুলিতে এই টিকা দেওয়া হবে। করোনায় প্রথম সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নানা জটিল রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারীরা আগে এই টিকা পাবেন। তৃতীয় ডোজ নেওয়ার চার মাস পর নেওয়া যাবে চতুর্থ ডোজ।