বছরের সবচেয়ে ছোট দিন আজ, আলো থাকবে পৌনে ১১ ঘন্টা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩৭ এএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
এ বছরের সবচেয়ে ছোট দিন আজ বৃহস্পতিবার ২২ ডিসেম্বর। কারণ হল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা। আজ আপনার দিন হবে ১০ ঘন্টা ৪১ মিনিটের এবং রাত হবে ১৩ ঘন্টা ১৯ মিনিটের। যদিও আলো এবং অন্ধকারের সময় আপনার অবস্থানের উপর নির্ভর করে।
২২ ডিসেম্বর, সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের সময় সূর্য মকর রাশির ক্রান্তীয় অঞ্চলে উল্লম্ব হবে।
এই কারণে, পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন এবং দীর্ঘতম রাত হবে। যদি মধ্য ভারতের কথা বলি, তাহলে সেখানে সূর্যোদয় হবে সকাল ৬.৩৭ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫.৪৬ মিনিটে। মানে দিনের সময় হবে ১০ ঘন্টা ৪১ মিনিট এবং রাতের সময় ১৩ ঘন্টা ১৯ মিনিট।
এই দিনে সূর্যের আলোর কোণ হবে ২৩ ডিগ্রি ২৬ মিনিট ১৭ সেকেন্ড দক্ষিণ দিকে। পরের বছর, ২১ মার্চ, সূর্য নিরক্ষরেখায় থাকবে, তারপর দিন এবং রাত সমান সময় হবে। একে ইংরেজিতে Winter Solstice বলে। Solstice হল একটি ল্যাটিন শব্দ যা Solstim থেকে এসেছে। ল্যাটিন শব্দ সল মানে সূর্য যখন সেস্টায়ার মানে দাঁড়ানো। এই দুটি শব্দের সমন্বয়ে অয়নায়ন শব্দটি তৈরি হয়েছে, যার অর্থ সূর্যের দাঁড়ানো। এই প্রাকৃতিক পরিবর্তনের কারণে ২২ ডিসেম্বর সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে দীর্ঘ রাত হয়।
অন্যান্য গ্রহের মতো পৃথিবীও ২৩.৫ ডিগ্রিতে হেলে আছে। বাঁকানো অক্ষে পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্যের রশ্মি এক জায়গায় বেশি এবং অন্য জায়গায় কম পড়ে। শীতকালীন অয়নকালে দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো বেশি থাকে।
একই সময়ে, উত্তর গোলার্ধে কম সূর্যালোক আছে। এই কারণে, এই দিনে সূর্য দক্ষিণ গোলার্ধে বেশি সময় থাকে, যার কারণে এখানে দিন দীর্ঘ হয়। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দেশে আজ থেকে গ্রীষ্ম শুরু হচ্ছে।