ঢাকা, শুক্রবার ১৫, নভেম্বর ২০২৪ ২৩:১৬:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বড়দিনে তারকা হোটেলে জমকালো আয়োজন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দরজায় কড়া নাড়ছে, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এটি উদযাপনে নানা প্রস্তুতি নিয়েছে পাঁচতারা হোটেলগুলো। রঙিন ক্রিসমাস ট্রি, জিঞ্জার ব্রেড হাউজ, বড়দিনের কেকসহ রয়েছে জাঁকজমকপূর্ণ সব আয়োজন। 
বড়দিন মানেই নানা উপহার আর রঙিন কাগজে মোড়ানো ক্রিসমাস ট্রি। জিঞ্জারব্রেড হাউসের উষ্ণ আলো, ছোট ছোট ক্রিসমাস ট্রি, বল্গা হরিণের পাল এমন সব সাজে, সেজে উঠেছে ৫ তারকা হোটেলগুলোর আঙিনা। বড়দিনের আগেই তাই দর্শনার্থীদের ভীড়। 

দর্শনার্থীরা জানায়, ক্রিসমাস ট্রি, কুকিজ হাউজ, লাইটিং সবকিছুর আয়োজন এক কথায় অসাধারন। এতো গিফট আর কেক দেখছি ম্নে হচ্ছে সান্টাক্লজ আগেই চলে এসেছে। দেখে খুবই ভাল লাগছে। ক্রিসমাস শুধু খ্রিস্টানদের উৎসব নয়, এই উৎসব সকলের।

প্রতিবছরের মতোই বর্ণিল আলোকসজ্জা আর নানা আয়োজন রয়েছে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে। সকাল থেকেই শিশুদের জন্য থাকবে সান্তাক্লজের গিফট, ট্রেন, চিলড্রেন মুভি, কিডস পার্টি, জাদু ও প্রদর্শনীসহ বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন।

সোনারগাও হোটেলের একজন কর্মকর্তা জানান, বড়দিন উৎসব অনেক সুন্দর ও জাকজমকভাবে পালন করা হবে এখানে। প্রতিবারই আমরা বিভিন্ন আয়োজন করে থাকি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশ নেয় এই উৎসবে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এবারের বিশেষ আকর্ষণ বড়দিনের কেক। বিশাল আকৃতির কেকটি বানানো হয়েছে ক্রিসমাস ট্রির আদলে। যার উচ্চতা ১৬ ফুট। ওজন ১ হাজার ৮০০ পাউন্ড। কেকটি মোট ১৩টি স্তরে সাজানো হয়েছে। 

হোটেল ইন্টারকন্টিনেন্টালের অ্যাসিসট্যান্ট সেলস ম্যানেজার গাজী সালাম তানজিম বলেন, আমাদের এখানে ক্রিসমাস কেক, সান্তাক্লজ, ম্যাজিক শো এবং স্নো বল সহ আরও অনেক কিছু থাকবে। বাচ্চাদের সাথে নিয়ে আমরা কেক কেটে ক্রিসমাস সেলিব্রেশন করবো।

শিশুদের পাশাপাশি, বড়দের জন্যও দুপুর এবং রাতে বুফে খাবারের ব্যবস্থা থাকবে হোটেলগুলোতে।