ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতনু ভর্তি হয়েছেন ১০৬ রোগী। এখন পর্যন্ত চলতি বছর মশাবাহিত এই রোগে মারা গেছেন ২৭৮ জন। দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১০৬ জন ভর্তির মধ্যে রাজধানীতে ৪৩ এবং রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে ৬৩ জন ভর্তি হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৪৩ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২০৪ জন রোগী। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৬২ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৯৯ এবং ঢাকার বাইরে ২৩ হাজার ২৮ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ২৭৮ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৪০২ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৬৮৫ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২ হাজার ৭১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নভেম্বর মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৯ হাজার ৩৩৪ জন এবং সর্বোচ্চ ১১৩ জনের মৃত্যু হয়। অক্টোবরে চিকিৎসা নিয়েছিল ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন। এছাড়া চলতি মাসে ২৬ ডিসেম্বর সকাল ৮ পর্যন্ত সর্বমোট ডেঙ্গু আক্রন্ত রোগী ৪ হাজার ৭৬৯ জন আর মৃত্যু হয়েছে ২৪ জনের।