রাজধানীতেও বাড়ছে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
দেশের বিভিন্নস্থানের মতো রাজধানীতেও বাড়ছে শীতের তীব্রতা। একইসঙ্গে কুয়াশায় ঢাকা পড়ছে ব্যস্ততম সড়কগুলো।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, কুয়াশার কারণে ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলছে ব্যক্তিগত গাড়িসহ গণপরিবহন। সকাল ১০টার দিকেও দেখা মেলেনি সূর্য মামার।
এদিকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী এবং চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থকতে পারে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।